ল্যাপটপ চুরির পর মালিকের কাছে ক্ষমা চেয়ে চোরের মেইল

Laptop thief wrote letter to owner dtvbd darpan tv bd darpan news bd

পৃথিবীতে বিভিন্ন সময় নানা ধরনের মজার মজার ঘটনা ঘটে থাকে। তেমনি এক মজার ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে।

দেশটিতে এক ব্যক্তির ল্যাপটপ চুরির পর তাকে ই-মেইল পাঠিয়ে ক্ষমা চেয়েছেন সেই চোর। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ কোনো নথি যদি ল্যাপটপে থাকে তাও ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে সে।

আরও পড়ুন: ৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কান

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ অক্টোবর জুয়েল থিক্সো নামের এক ব্যক্তির ল্যাপটপ চুরি হয়। চোরের কাছ থেকে ইমেইল পাওয়ার পর পুরো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন তিনি।

চোরের পাঠানো ই-মেইলের স্ক্রিনশট দিয়ে তিনি লিখেছেন, রোববার রাতে আমার ল্যাপটপ চুরির পর সে আমাকে মেইল করেছে। এখন মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে আমার।

আরও পড়ুন: হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অভিনেতার মৃত্যু

চোরের পাঠানো ইমেইলে বলা হয়েছে, আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। টাকার দরকার ছিল, আমার অবস্থা ভালো নয়। আমি দেখেছি আপনি একটি গবেষণার কাজ করছেন। আপনার সেই গবেষণার ফাইলটি এখানেই পাঠিয়ে দিচ্ছি। যদি অন্য ফাইলের প্রয়োজন হয়, তবে আজকের মধ্যে আমাকে জানাবেন। কারণ আমি এরই মধ্যে ক্রেতা পেয়ে গেছি।

দর্পন টিভি/জেএ