আমরা ভালো আছি: শরিফুল রাজ

porimoni shariful raj bangladeshi actor dtvbd darpan tv bd darpan news bd

সম্প্রতি ঢাকাই সিনেমার নায়িকা পরিমণির দেওয়া স্ট্যাটাস নিয়ে উত্তাল মিডিয়া পাড়া। স্বামী রাজের সঙ্গে নায়িকা মিমের ‘অতি মাখামাখি’টা তার সংসার, বাচ্চা, জীবন সব কিছুতে ঝামেলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন পরী।

‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’ ছবিগুলোর আকাশছোঁয়া সাফল্যে রীতিমতো হাওয়ায় ভাসছেন এসময়ের উঠতি অভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারের পাশাপাশি সংসার জীবনে পরীমণি ও সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে সুখেই আছেন। কিন্তু এরই মধ্যে পরীর এমন অভিযোগে যেন কিছুটা থমকে গেছে সবকিছু।

ভালোই কাটছিল রাজ-পরীর সুখের সংসার। হঠাৎ কেন রাজবিরোধী হয়ে উঠলেন পরী? এ প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘আমি আসলে কিছুই জানি না, কিছুই করিনি। অভিযোগ যেহেতু পরী করেছে তাই আমি চাই সবটাই ও-ই পরিষ্কার করুক। সবার সংসারে কমবেশি খুনসুটি হয়েই থাকে, তাই বলে ব্যক্তিগত বিষয়কে অন্যভাবে জনসম্মুখে প্রচার করা মোটেও শোভন নয়।’

আরও পড়ুন: জিমে হঠাৎ অসুস্থ হয়ে অভিনেতা সিদ্ধান্তের মৃত্যু

সুখের সংসারে ভাঙন ধরাতে তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে রাজ বলেন, ‘দেখুন, আবারও বলছি, আমি এসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। পরী কেন এমন করল একমাত্র সে-ই তা জানে এবং আমি চাইবো সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে।’

পরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মিমের পাল্টা জবাব তারপর আবার পরীর প্রমাণসহ ফেসবুক পোস্টে বিভ্রান্ত হচ্ছে ভক্তরা। এ ব্যাপারে রাজ বলেন, ‘আসলে কারো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি এখনও বলব, আমরা ভালো আছি। পরী তার দেওয়া প্রকৃত বক্তব্য সবার সামনে তুলে ধরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

দর্পন টিভি/জেএ