মিসরের আগা শহরের কাছের এক মহাসড়ক থেকে বাস খালে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। শনিবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, উত্তরাঞ্চলের দাকাহলিয়া প্রদেশের আগা শহরের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস লাইনচ্যুত হয়ে পাশের মানসুরিয়া খালে পড়ে যায়।
আরও পড়ুন: মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, মৃত্যুর শঙ্কা
এতে ওই বাসে থাকা ৩৫ আরোহীর মধ্যে অন্তত ১৯ জন মারা গেছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স।
দর্পন টিভি/জেএ