ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পাথর কোয়ারি ধসে প্রাণ হারিয়েছেন আট শ্রমিক। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও চার শ্রমিক।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১৪ নভেম্বর) দুপুরে পাথর কোয়ারিটি ধসে পড়ার ঘটনা ঘটে। এরপর সেখানে বেশ কয়েকজন শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিট ফোর্স ও আসাম রাইফেলস উদ্ধার অভিযানে নেমেছে।
দর্পন টিভি/জেএ